১. প্রথমে এখানে ক্লিক করে Adobe Photoshop CS6 13.0.1 Final সফ্টওয়্যারটি আপনার কম্পিউটারের ডেস্কটপে ডাউনলোড করুন।
২. সফ্টওয়্যারটি ডাউনলোড সম্পূর্ণ হলে কম্পিউটারের অ্যান্টিভাইরাস ও ইন্টারনেট কানেকশন Disable করুন।
৩. ডাউনলোড করা Zip ফাইলটি Right Click করে Unzip করুন।
৪. Unzip করা নতুন ফোল্ডারটি ডাবল ক্লিক করে Open করুন। ওপেন হওয়া ফোল্ডার থেকে “Adobe Photoshop CS6” নামক ফোল্ডারটি ডাবল ক্লিক করে Open করুন।
৫. Open করা ফোল্ডার থেকে “Set-up” ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
৬. পর্দায় আসা নতুন উইন্ডো থেকে Install a trial বাটনে ক্লিক করুন।

৭. পর্দায় আসা উইন্ডো থেকে Accept বাটনে ক্লিক করুন।

৮. ওপেন হওয়া নতুন উইন্ডোতে Adobe Photoshop CS6 (64Bit) অপশনটি সিলেক্ট করে Install বাটনে ক্লিক করুন। ফলে Installation Progress উইন্ডোটি পর্দায় দেখা যাবে।
৯. সফ্টওয়্যারটি সম্পূর্ণ ইনস্টল হলে পর্দায় Installed Complete মেসেজ দেখাবে, সেখানে থেকে Close বাটনে ক্লিক করুন।

১০. এখন সফ্টওয়্যারটি Active করার জন্য যে ফোল্ডার থেকে সফ্টওয়্যারটি ইনস্টল করা হয়েছে সেই ফোল্ডারে প্রবেশ করুন। তারপর “Adobe CC 2015 Universal Patcher 1.5” ফাইলটি Unzip করুন। Unzip করা ফাইলটি ডাবল ক্লিক করে Open করে adobe.snr.patch-painter ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন।
১১. ওপেন হওয়া Universal Adobe Patcher উইন্ডো থেকে Adobe Photoshop CS6 Extended (64-Bit) সিলেক্ট করে নিচের Patch বাটনে ক্লিক করুন। ফলে সফ্টওয়্যারটি Active হয়ে যাবে।

১২. এখন সফ্টওয়্যারটি Update করার জন্য যে ফোল্ডার থেকে সফ্টওয়্যারটি ইনস্টল করা হয়েছে সেই ফোল্ডারে প্রবেশ করুন। তারপর “Photoshop_CS6_13_0_1_update” ফাইলটি ডাবল ক্লিক করে Open করুন। ওপেন হওয়া উইন্ডো থেকে AdobePatchInstaller ফাইলটি ডাবল ক্লিক করুন।

১৩. এরপর Update সম্পূর্ণ হলে Close বাটনে ক্লিক করুন।
How to Download and Install Adobe Photoshop CS6
How to Download and Install Adobe Photoshop CS6
Posted by Siddhirganj Computer Training Center on Wednesday, February 15, 2023